কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এক ক্যান্সার আক্রান্ত প্রবীণ ব্যক্তি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তিন বছর আগের একটি মামলা ওঠে।
৩০ দিনের মধ্যেই পলাতক অভিযুক্ত কে গ্রেফতার করতে হবে। ২০২০ সালের অক্টোবরের বাজি ফাটানোকে কেন্দ্র করে হুগলির উত্তরপাড়ায় বিবাদ হয়। এলাকার বাসিন্দা বৃদ্ধ শশাঙ্ক ঘোষ ক্যানসার আক্রান্ত। তার বাড়িতে ছিলেন একজন অন্তঃসত্ত্বা মহিলা। অতিরিক্ত বাজি ফাটা নয় বৃদ্ধ প্রতিবাদ করেছিলেন। এরপরেই মধ্যম যুবকরা বাড়িতে ঢুকে পড়েন এবং ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর করেন। এর ফলে মহিলার গর্ভের সন্তানের মৃত্যু হয়।
এরপর থানায় অভিযোগ দায়ের করে ওই পরিবার। শশাঙ্কবাবু আইনজীবী জানান ঘটনার প্রায় তিন বছর পেরিয়ে গিয়েছে কিন্তু পুলিশ পলাতককে গ্রেফতার করতে পারেনি। এরপরেই শশাঙ্ক বাবু দারস্ত হয় কলকাতা হাইকোর্টের কাছে।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন , আগামী ৩০ দিনের মধ্যে এই পলাতককে ধরতে হবে। ডিএসপি তদন্ত করবেন এই ঘটনার। ৩০ দিনের মধ্যে যদি পলাতককে ধরা না যায় তাহলে নিম্ন আদালত আরো কড়া শাস্তি দেবে । এমনকি অভিযুক্তের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে আদালত।