প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ। এই দেহ রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। প্রেমিকার গ্রেপ্তারের দাবিতে প্রেমিরের মৃত দেহ প্রেমিকার বাড়ির সামনে রাস্তায় রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার অশোকনগর দেবীনগর বাইপাস এলাকার। মঙ্গলবার দুপুর বেলা নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে যুবক। পরবর্তীতে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃত যুবকের মা।
অভিযুক্ত প্রেমিকা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ। পরিবারের দাবি, ছেলেটিকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে প্রেমিকার পরিবার। কিন্তু ২৪ ঘণ্টা হয়ে গেলেও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। প্রেমিকাকে গ্রেফতার করতে হবে এই দাবি তুলে দেখাচ্ছে স্থানীয়রা। বুধবার এলাকায় ছড়ায় উত্তেজনা।
প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ!
