অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে তিনশ ফুট দীর্ঘ তিরঙ্গা পতাকা নিয়ে কাটোয়া শহরে মিছিল করল জেলা বিজেপি নেতৃত্ব। আজ বিকালে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি স্মৃতিকণা বসুর নেতৃত্বে বীরভূমের দলীয় বিধায়ক সহ জেলার কর্মীরা কাটোয়ার ঘোষহাট থেকে মিছিল শুরু করে। তিরঙ্গা যাত্রা কাটোয়া শহর পরিক্রমা করে লেনিন সরণিতে শেষ হয়।এদিনের মিছিলে পা মিলিয়েছিলেন বীরভূমের দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ সহ বিশিষ্ট নেতারা। বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি স্মৃতিকণা বসু সাংবাদিকদের বলেন, ২৬ জন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে যেভাবে মহিলাদের মাথার সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গীরা মোদি জী অপারেশন সিঁদুর দিয়ে তার যোগ্য জবাব দিয়েছেন। আমরা অপারেশন সিঁদুরের সাফল্যে উৎসব উদযাপন করতে মিছিল করছি।
Post Views: 21