বুদবুদের গোবিন্দপুরে শোকের ছায়া। গ্রাম সংলগ্ন সরেশ পুকুরের জলে তলিয়ে গেল ৩ যুবক। তিনজনই বর্ধমান ইউনিভার্সিটি ছাত্র বলে সূত্রের খবর। ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা ও বুদবুদ থানার পুলিশ ও দমকল।
বুদবুদের গোবিন্দ পুর এলাকায় সরেশ পুকুর নামের একটি পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় ৩ যুবক। জানা গিয়েছে ৪ যুবক বৃহস্পতিবার সকালে ঘন জঙ্গলের মাঝে পুকুরের পাড়ে পিকনিক করছিল। দুপুর ১২টার পর ৩জন স্নান করতে নামে। তিনজনকে তলিয়ে যেতে দেখে চতুর্থ জন বাঁচাতে গিয়ে ব্যর্থ হয়।পরে পাশের গ্রামের মানুষকে গিয়ে খবর দিলে গ্রামের মানুষ ছুটে এসে উদ্ধারকাজ শুরু করে।খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানা ও বুদবুদ থানার পুলিশ।পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। সকলেই মাস্টার্স পড়ুয়া বলে দাবি।