বেশ কিছুদিন অসুস্থ ছিল। এবার আর সুস্থ হওয়া হল না। এর পরই মৃত্যু হল ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের একটি বাঘের। সূত্রের খবর, মৃত বাঘের নাম সোহান। প্রায় ২০ বছর বয়স হয়েছিল বাঘটির, বলে জানা গিয়েছে। শনিবার দুপুরে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। এরপরেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
বন দফতর সূত্রের খবর, গত কয়েকদিন ধরে কিছুই খাচ্ছিল না সোহান। তরল জাতীয় খাবার দেওয়া হচ্ছিল। বার্ধক্য জনিত কারনেই মৃত্যু বলে প্রাথমিক অনুমান বন কর্মীদের। পশু চিকিৎসকরা বাঘের মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন। তবে এ বিষয়ে কোন তথ্যই বন দফতরের তরফ থেকে দেওয়া হয়নি।