লস্কর জঙ্গি কুখ্যাত হাফিজ সইদ সরাসরি নির্দেশ দিতেন আবু কাতালকে। কাশ্মীর হামলার নেপথ্যে অনেক ক্ষেত্রে মূল চক্রী ছিল সে।
ভারতে নিরাপত্তা অধিকারিকদের র্যাডারে অনেকদিন ধরেই ছিল আবু কাতাল। শনিবার রাতে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদ আবু কাতালকে লস্করের সঙ্গে যুক্ত করে এবং সে হাফিজের নির্দেশেই ভারতে বিভিন্ন হামলা চালায়। প্রশিক্ষিত জঙ্গিদের দিয়ে কিভাবে কাজ করানো হবে, তাই ছিল আবু কাতালের প্রধান কাজ। পাকিস্তানে বসেই তিনি এই সব কাজ সম্পন্ন করতেন।
কাশ্মীরের ভারতীয় সেনা ও নিরীহ নাগরিকদের ওপর একাধিক হামলা ঘটিয়েছিল এই আবু কাতাল। এর মধ্যে অন্যতম গত বছর রিয়াসিতে হিন্দু পুন্যার্থীদের ওপর হামলা।