চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীরা আগামী ১৬ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশ করতে চলেছেন। ইতিমধ্যেই তারা দিল্লি পুলিশের কাছ থেকে অনুমোদনও পেয়ে অনুমতি ও পেয়ে গিয়েছেন। প্রায় ১৫০ জন প্রতিনিধি অংশ নিতে চলেছেন এই মিছিলে।
সুপ্রিম রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী ৩রা এপ্রিল চাকরি হারান। যদিও চাকরি হারাদের পাশে রাজ্য সরকার দাঁড়িয়েছে। ৭ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগদান করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারা দের স্বেচ্ছাশ্রম দেওয়ার কথাও বলেছেন।
রাজ্য সরকার আরো একবার আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বেচ্ছাশ্রম দেওয়ার কথা ঘোষণা হওয়ার পর চাকরিহারারা ডিআই অফিস অভিযানের সিদ্ধান্ত নেন। সেখানেই পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। কলকাতার নগর পাল চাকরি হারা দের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। সরকারি সম্পত্তি নষ্ট এবং পুলিশের খবর হামলা ইত্যাদি একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। যদিও পুলিশের পক্ষ থেকে করা এক্স হ্যান্ডেলের পোষ্টের সত্যতা নিয়েও প্রশ্ন করেছেন চাকরিহারারা।
এবার দিল্লি যাওয়ার ডাক দিয়েছেন চাকরি হারারা। আগামী ১৬ এপ্রিল দিল্লি যাচ্ছেন বিক্ষোভ মিছিলে সামিল হতে প্রায় ১৫০ জন।