মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বিশ্বাস রেখে ব্যারাকপুরের স্কুলগুলিতে চাকরি হারা শিক্ষকদের উপস্থিতি বাড়লো। প্রত্যেকেই রুটিন মেনে নিজের দায়িত্ব পালন করলেন।
সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার ওপর আস্থা রেখেই মঙ্গলবার হালিশহরের হাজিনগর হিন্দি আদর্শ বিদ্যালয় চাকরি হারা ১৮ জন শিক্ষক শিক্ষিকার মধ্যে হাজির হয়েছিলেন ১৬ জন শিক্ষক শিক্ষিকা।স্কুলের টিচার-ইন-চার্জ বলেছেন, আজ ১৬ জন স্কুলে আশায় স্কুল চালাতে সুবিধা হচ্ছে।
তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী যেভাবে কর্মহারা দের জন্য লড়াই করছেন আশা সহ ফল যথেষ্ট ভালই হবে। গত সোমবার নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের উদ্দেশ্যে জানিয়েছেন, আপনাদের কারো কাছে ভিক্ষা করতে হবে না। বাচ্চাদের মানুষ করুন। ভলেন্টিয়ারি সার্ভিস দিন। আইন আপনাদের রক্ষা করবে।