শিয়ালদহ ডিভিশনে অটোমেটিক টিকেট ভেন্ডিং মেশিন বা ATVM) এবং UTS মোবাইল অ্যাপ ব্যবহার করার প্রচারের জন্য সচেতনতা অভিযান শুরু করা হল।

ATVM ব্যবহারের সুবিধাগুলি হল:
দ্রুত ও সহজে টিকিট কেনার সুযোগ, লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয় না
যাত্রীরা নিজেই গন্তব্য নির্বাচন করে নিজেরাই পেমেন্ট করে টিকিট সংগ্রহ করতে পারবেন। ফলে সময় বাঁচে
নগদ লেনদেনের ঝুঁকি এড়িয়ে সম্পূর্ণ ক্যাশলেস ডিজিটাল লেনদেনের সুবিধা রয়েছে এতে
রেলের জনবল ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা সম্ভব।
টিকিটবিহীন যাত্রী সংখ্যা কমিয়ে কর আদায়ের পরিমাণ বাড়ানো সম্ভব

এই প্রচেষ্টাতেই শিয়ালদহ-বনগাঁ শাখায় বাণিজ্যিক বিভাগ এক বিশেষ প্রচারাভিযান চালু করেছে। সিনিয়র ডিসিএম পবন কুমারের তত্ত্বাবধানে এবং ডিআরএম শিয়ালদহ, শ্রী দীপক নিগম-এর নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
এই প্রচারাভিযানে অন্তর্ভুক্ত রয়েছে: UTS অ্যাপ ব্যবহারের মাধ্যমে লাইভ ডেমোনস্ট্রেশন সম্ভব
অ্যাপ ডাউনলোড ও ব্যবহার করে যাত্রীদের সচেতন করা সম্ভব
অ্যাপ ব্যবহারে ক্যাশব্যাকের সুবিধা ও সময় সাশ্রয়ের বিষয় রয়েছে
বারাসাত স্টেশনে বিশেষ প্রচার, যেখানে দৃষ্টিহীন যাত্রীদের জন্য টিকিট সংগ্রহ করা তাদের জন্য আরও সহজ করা হয়েছে।
শিয়ালদহের ডিআরএম শ্রী দীপক নিগম বলেন—
“UTS মোবাইল অ্যাপ যাত্রীদের জন্য অত্যন্ত সুবিধাজনক। এটি সময় ও অর্থ সাশ্রয়ই করে। পাশাপাশি টিকিটবিহীন যাত্রাও কমিয়ে আনে। আমরা যাত্রীদের অনুরোধ করছি যাতে তারা এই আধুনিক প্রযুক্তি গ্রহণ করেন এবং রেল পরিষেবাকে আরও উন্নততর করতে সাহায্য করেন।”
শিয়ালদহ ডিভিশন এই সচেতনতা অভিযানের মাধ্যমে ডিজিটাল লেনদেন, স্মার্ট টিকিট এবং আধুনিক রেল পরিষেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যাত্রী সুরক্ষায় বদ্ধপরিকর রেল।