ছ’মাসের জন্য মুখ্যসচিব মনোজ পন্থের মেয়াদ বাড়াল নবান্ন, ৩০ জুন ২০২৫ ছিল অবসরের নির্ধারিত দিন

Spread the love

৩০ জুন ২০২৫, সোমবার ছিল মুখ্যসচিব মনোজ পন্থের অবসরের নির্ধারিত দিন। তার আগেই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে তাঁর মেয়াদ এক বছরের জন্য বাড়ানোর সুপারিশ পাঠায়। তবে কেন্দ্রীয় সরকার ছ’মাস মেয়াদ বৃদ্ধির অনুমতি দেয়। সেই ভিত্তিতেই নবান্ন ২৯ জুন ২০২৫, রবিবার বিজ্ঞপ্তি জারি করে জানায়— মুখ্যসচিব মনোজ পন্থের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।

মনোজ পন্থ ১ অক্টোবর ২০২৩ সালে মুখ্যসচিব পদে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৮৯ ব্যাচের আইএএস অফিসার এবং বর্তমানে পশ্চিমবঙ্গের ৪৪তম মুখ্যসচিব। তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং কাজের ধারাবাহিকতার প্রয়োজনেই এই মেয়াদ বৃদ্ধি বলে মনে করছে নবান্ন।

আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য প্রশাসনে স্থিতাবস্থা বজায় রাখতেই এই সিদ্ধান্ত— এমনটাই মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *