ভয়ঙ্কর ছবি। গাঁজা পাচারকারীদের বড়সর চক্র ধরা পড়েছে পান্ডুয়ায়।
হুগলি গ্রামীণ পুলিশের বিরাট বড় সাফল্য। ওড়িশা থেকে আসা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের পাশাপাশি ৭ (সাত) জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের থেকে নগদ ৩ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। আটক হয়েছে ৪ টি চারচাকা গাড়ি। পাণ্ডুয়ার জামগ্রামে মণ্ডলাইয়ে একটি গোডাউনে গাঁজা মজুত করা হতো বলে সূত্র থেকে খবর পায় পুলিশ গোডাউনের মালিক ছোটু লাল সাউ।
হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান,গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে। মগরা থানা এবং পান্ডুয়া থানাকে সতর্ক করা হয়।
৪ টি গাড়ি এলাকায় ঢুকতেই তাদের চেস করা হয় পান্ডুয়ায় মণ্ডলাইতে গাড়ি গুলি ঢুকতেই আটক করা হয়। সেই গাড়ি থেকেই উদ্ধার হয় ১০৩ কেজি গাঁজা।
গাঁজা পাচারের সঙ্গে যুক্ত ১ মহিলা সহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়।