ঘরেই রক্তাক্ত বৃদ্ধা। মৃত। পাশেই জখম অবস্থায় উদ্ধার বৃদ্ধার স্বামী। শিউড়ে ওঠার মতো ঘটনা জামালপুরের আবুজহাটিতে। অভিযোগ, খুন করতেই নাকি একাকী বৃদ্ধ দম্পত্তির ওপর হামলা।মৃত বৃদ্ধার নাম মীরা সরকার ( বয়স ৬৪) এবং জখম বৃদ্ধের নাম নীলাদ্রি সরকার।তাঁরা জামালপুর থানার আবুজহাটি এলাকার বাসিন্দা।বৃহস্পতিবার সকালেই নিজের ঘরের বিছানা থেকে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হয় বৃদ্ধার। পাশপাশি জখম অবস্থায় উদ্ধার করা হয় তাঁর স্বামীকে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালে বাড়ির পরিচারিকা কাজে এসে ডাকাডাকি করে সাড়া না পেয়ে স্থানীয়দের খবর দেন। স্থানীয়দের ডাকাডাকিতে জখম অবস্থায় নীলাদ্রি বাবু কোনওরকমে বাড়ির দরজা খোলেন। তারপর দেখা যায় রক্তাক্ত অবস্থায় বিছানার মধ্যে মীরা সরকারের রক্তাক্ত দেহ পরে আছে। এরপরই স্থানীয়রাজামালপুর থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়। এবং জখম অবস্থায় নীলাদ্রি সরকারকে উদ্ধার করে প্রথমে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে বর্ধমান মেডিকেলে স্থানান্তর করা হয়।পুলিশের প্রাথমিক অনুমান বৃদ্ধাকে ভারী কোনও কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।ইতিমধ্যেই জামালপুর থানার পুলিশ খুনের মামলা শুরু করে তদন্ত শুরু করেছে।তবে কী কারণে একাকী বৃদ্ধ দম্পত্তির ওপর হামলা এবং বৃদ্ধাকে কেনই বা খুন করা হল, তা জানতে খতিয়ে দেখছে জামালপুর থানার পুলিশ। নেপথ্যে কাউকে অনুমান করতে পেরেছে পরিবার।
ঘর থেকে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার!
