মমতা বন্দ্যোপাধ্যায় মা কালীবাড়ির স্কাইওয়াক করলে কোয়েশচেন হয় না। দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে প্রশ্ন হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো করলে প্রশ্ন হয় না। কালীপুজো করলে প্রশ্ন হয় না। জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না। আমায় বলেছে আমি নিমকাঠ চুরি করেছি। পুরীতে জগন্নাথ ধাম। দিঘাতে জগন্নাথ মন্দির। তিরিশে এপ্রিল, অক্ষয় তৃতীয়ায দিঘায় জগন্নাথ মন্দিরের দারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী। এরপর থেকেই বঙ্গ-কলিঙ্গের হাওয়া গরম। দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছে ওড়িশার বিজেপি সরকার। তাদের দাবি, পুরীর নিমকাঠ দিয়ে তৈরি করা হয়েছে দিঘার বিগ্রহগুলি। এর পাল্টা মুখ্যমন্ত্রীর দাবি। জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না। আমাদের মূর্তি তো মার্বেলের। ওটা তো দয়িতাপতি নিয়ে এসেছেন। এত গায়ে লাগছে কেন। আমরা তো সবাই পুরীতে যাই। আমি পুরীতে গেলে RSS, BJP বিক্ষোভ দেখায়। জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা। আপনাদের আলুর টান পড়লে বাংলা জোগায়। ঝড়ে ক্ষতি হলে বাংলার এঞ্জিনিয়ার চান। আমরা যদি একটা জগন্নাথ ধাম করি, আপত্তির কী আছে। পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত রাজেশ দৈতাপতি। দিঘার জগন্নাথ মন্দিরে পুজো এবং বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা তাঁর নেতৃত্বেই হয়েছে। ওড়িশার বিজেপি সরকারের দাবি, পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম অনুযায়ী তাঁদের দয়িতাপতি অতিথি হিসেবে কোনও মন্দিরে উপস্থিত থাকতে পারেন।
কিন্তু পুজো করতে পারবেন না।
পুজো করলে সেটা অনৈতিক।
ইতিমধ্যে রাজেশ দৈতাপতিকে শোকজ নোটিস দিয়েছে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন।
ওড়িার সিংহদুয়ার থানায় দু’টি এফআইআর দায়ের করা হয়েছে।
মমতার দাবি, জগন্নাথ ধামটা খুব গায়ে লাগছে। আমায় বলেছে নিমকাঠ চুরি করেছি। আমার বাড়িতেও নিমগাছ আছে। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। আমাদের তো মার্বেলের মূর্তি। ওটা এনেছিলেন দৈতাপতি। ওনায় কালকে ডেকেছিল। উনি বলে দিয়েছেন, ওরা যেখান থেকে আনা হয়েছে বলছে, সেখান থেকে আনা হয়নি। অন্য জায়গা থেকে এনেছি।
মমতা নিমকাঠ চোর? চুরি বিদ্যা নিয়ে মুখ্যমন্ত্রী যা বললেন…
