উত্তর প্রদেশ মানেই হিন্দু বনাম মুসলিম। এমন ধারনা অনেকেরই আছে। যদিও সেই রাজ্যের শাসক দল নিজেদের ধর্মবিদ্বেষী বলে মানতে নারাজ। কিন্তু সম্প্রতি একটি নিউজ এজেন্সিতে সাক্ষাৎকার দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর তাতেই একটি মন্তব্য করে দেশের রাজনীতিতে বিতর্ক তুলেছেন তিনি। যোগীর মন্তব্য, “১০০ হিন্দু পরিবারের মধ্যে একটি মুসলিম পরিবার সুরক্ষিত। কিন্তু ১০০ মুসলিম পরিবারের মধ্যে একটি হিন্দু পরিবার সুরক্ষিত নয়। কোনও এলাকায় যদি ১০০ মুসলিম পরিবার থাকে, সেখানে ৫০ জন হিন্দু সুরক্ষিত নন।” এ প্রসঙ্গে বাংলাদেশের উদাহরণও দেন তিনি। গত কয়েক মাসে সেখানে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার, মন্দিরে হামলার ঘটনার অভিযোগ উঠেছে, তার উল্লেখ করেছেন।
যোগী আদিত্যনাথের দাবি, উত্তরপ্রদেশে মুসলমানরা সবথেকে বেশি নিরাপদ। ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে দাঙ্গা হলে, হিন্দুদের দোকানে আগুন জ্বললে, মুসলিমদের দোকানেও আগুন জ্বলত। হিন্দুদের বাড়িতে আগুন জ্বললে, পুড়ত মুসলিমদের বাড়ি। কিন্তু ২০১৭-র পর থেকে দাঙ্গা বন্ধ হয়ে গিয়েছে।