আজ থেকে কালী পুজো দেখার জন্য বারাসত ও নৈহাটি যাওয়ার জন্য রেলের পক্ষ থেকে যাত্রী সুবিধার্থে কড়া নজরদারি চলবে।

Spread the love

নিজস্ব সংবাদ দাতা,৩১ অক্টোবর:পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ কালীপুজার সময় সুরক্ষিত ও সুষ্ঠু যাত্রার নিশ্চয়তার জন্য বিভিন্ন ভিড় ব্যবস্থাপনা ব্যবস্থা গ্রহণ করেছে। উৎসব মৌসুমের যাত্রী চাপ মোকাবেলায় বিশেষ মেল/এক্সপ্রেস ট্রেন ছাড়াও শিয়ালদহ বিভাগ সার্বক্ষণিক যাত্রী পরিবহনের জন্য বিশেষ ইএমইউ ট্রেন চালানোর ঘোষণা করেছে।
কালীপুজার সময় বিশেষ করে নৈহাটি ও বারাসাতে যাত্রী সুরক্ষার জন্য ব্যাপক ব্যবস্থা করা করেছে পূর্ব রেলের শিয়ালদহ শাখা। কালীপুজার সময় নৈহাটি ও বারাসাতে বিপুল সংখ্যক ভক্তের আগমনের প্রত্যাশায় গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে সর্বাধিক সংখ্যক আরপিএফ কর্মী মোতায়েন করা হয়েছে।যাতে কোনো প্রকারে অপ্রীতিকর ঘটনা না ঘটে।শ্রী মনোজ কুমার, সিনিয়র ডিএসসি/শিয়ালদহ -এর নেতৃত্বে শিয়ালদহ বিভাগের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) যাত্রীদের সুরক্ষা ও সুবিধা নিশ্চিত করার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। যাত্রী সুরক্ষা, ভিড় নিয়ন্ত্রণ এবং টিকিট পরীক্ষায় সহায়তা সহ বিভিন্ন কার্যকলাপে অতিরিক্ত কর্মী নিযুক্ত করা হয়েছে । সমস্ত স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টার এবং স্বয়ংক্রিয় টিকিট বিক্রয় যন্ত্র (এটিভিএম) সম্পূর্ণ কার্যকরী রয়েছে।
প্ল্যাটফর্ম এবং প্রবেশদ্বারে ব্যারিকেডিং করা হয়েছে ভিড় নিয়ন্ত্রণের জন্য। তদুপরি, স্টেশন এলাকার ৩৬০° নজরদারির নিশ্চয়তার জন্য স্টেশন চত্বরে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে। যাত্রীদের সহায়তার জন্য হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য ডাক্তার এবং পারামেডিক্যাল কর্মীদের চিকিৎসা সেবা অ্যাম্বুলেন্স সহ মোতায়েন করা হয়েছে। কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় ফায়ার ব্রিগেড টিমও উপস্থিত থাকবে।
শ্রী দীপক নিগম, ডিআরএম/শিয়ালদহ যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাত্রীরা যেন বৈধ টিকিট নিয়ে যাত্রা করেন এবং যাত্রা কালে প্রচুর সতর্কতা অবলম্বন করেন এবং আরপিএফ কর্মীদের নির্দেশাবলী অনুসরণ করেন। তিনি যাত্রীদের প্রতি স্টেশনে আগাম পৌঁছানোর এবং ট্রেনে ওঠা নামার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। শিয়ালদহ বিভাগ যাত্রীদের সুরক্ষা ও সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *