নিজস্ব প্রতিনিধি:সিভিক ভলেন্টিয়ারদের দৌরাত্ম কোন মতেই কমছে না। কারণ, রাজনৈতিক দলের অনুগত হওয়ার ফলেই এদের এই চাকরিটা হয়েছিল। বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। সঞ্জয় রায়ের পরে আবার মহিলাকে যৌন হেনস্থার মত অভিযোগে অভিযুক্ত কলকাতার এন্টালি থানার এক সিভিক ভলেন্টিয়ার।
অভিযোগ এন্টালি থানা এলাকায় তার বাড়ি। রাতের বেলা মদ্যপ অবস্থায় রাতে এক মহিলার ঘরে ঢুকে তাকে রীতিমত যৌন হেনস্থা করে। সূত্রের খবর, মহিলার গোপনাঙ্গে পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার হাত দেয়। সেই অভিযোগে গত পরশুদিন, এন্টালী থানা ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে। গতকাল তাকে শিয়ালদা আদালতে তুলেছিল। অভিযোগের গুরুত্ব থাকলেও সিভিক ভলেন্টিয়ার অনায়াসে জামিন পেয়ে যায়।
এর আগেও ওই সিভিক ভলেন্টিযার এর বিরুদ্ধে মহিলাদের যৌন হেনস্তার অভিযোগ ছিল।
যেখানে আরজিকরের ঘটনায় সঞ্জয় রায় আজ প্রাক্তন পুলিশ কমিশনার বিনিত গোয়েল এবং ডিসি ডিডি স্পেশাল এর নাম উল্লেখ করে বলেছে। যে তারা আর জি কর কাণ্ডের ষড়যন্ত্রে জড়িত ছিল। সেখানে আবার এন্টালির যৌন হেনস্তার ঘটনায় নতুন করে অভিযোগ সামনে এলো।
সেখানে সিভিক ভলেন্টিয়ার জামিন পেয়ে যাওয়ায় বেশ অনেকেই বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তবে ,যে শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়ের মত অপরাধী সিভিক ভলেন্টিয়ার এর বিচার চলছে। সেখানে এন্টালি থানার সিভিক ভলেন্টিয়ার জামিন পেয়ে যাওয়াতে তাজ্জব হয়েছে নির্যাতিতার পরিবার।
সিভিক ভলেন্টিয়ার জামিন পেয়ে যাওয়ার পর রীতিমতো ভয়ে রয়েছে অনেকেই। কারণ এই সিভিক ভলেন্টিয়ার রীতিমত এলাকায় সন্ত্রাস করে এবং দাপিয়ে বেড়ায়।