বাংলা-সহ ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি জানান, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকার তথ্য হালনাগাদ ও যাচাই করা হবে।
এদিন আধার কার্ড নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য, “আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, এটি শুধুমাত্র পরিচয়ের দলিল।” অর্থাৎ আধার থাকলেই কেউ ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন না। তাঁর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।
আধার নাগরিকত্বের প্রমাণ নয়, স্পষ্ট জানালেন মুখ্য নির্বাচন কমিশনার


