হাড়োয়া থানার মাদারতলা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা হাড়োয়া থানার অন্তর্গত মাদারতলা মার্কেট চত্বরে হানা দেয় পুলিশ ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুই যুবক। তারপর সেখানেই ২৮ বছরের সেখ আব্দুল সকের এবং ২৫ বছরের পিন্টু মোল্লা ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করতেই তাদের বয়ানে অসঙ্গতি মেলে। তারা ডাকাতের উদ্দেশ্যে জড় হয়েছিল এমনটি জানা গেছে। শুরু হয় তল্লাশি অভিযান তারপর তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি লোহার রড এবং একটি হাঁসুয়া, তৎক্ষণাৎ হাড়োয়া থানার পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে ইতিমধ্যে ধৃত ওই দুই যুবককে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে খবর পুলিশ হেফাজতের জন্য আবেদন জানানো হবে। পাশাপাশি পুলিশ জানিয়েছেন তাদের নিজেদের হেফাজতে নিয়ে ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করবেন এবং এই ঘটনার গোটা তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন।
ডাকাতি সন্দেহে গ্রেফতার


