শুক্রবার সন্ধ্যায় এক ব্যক্তি অমৃতসরের স্বর্ণ মন্দির চত্বরে হামলা চালায় বলে অভিযোগ। লোহার রড নিয়ে হামলা করেন স্বর্ণ মন্দির চত্বরে। পাঁচ থেকে ছয় জন স্বেচ্ছাসেবক গুরুতর জখম হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারীর লোহার রডের আঘাতে স্বর্ণমন্দির রক্তে রাঙা হয়ে উঠেছে। আততায়ীকে গ্রেফতার করা হয়েছে। তবুও মন্দির চত্বরে প্রবল আতঙ্ক রয়েছে।
স্বর্ণমন্দির চত্বর সংলগ্ন গুরু রামদাস লঙ্গরখানার পাশের কমিউনিটি কিচেনে বহু মানুষ জড়ো হয়েছিলেন সেখানেই হামলা চালায় ওই ব্যক্তি। দুজন সেচ্ছাসেবককে এলোপাথাড়ি মারা হয়।
জিতের নাম জুলফান। হরিয়ানার বাসিন্দা বলে দাবি করেছেন পুলিশ অফিসার সারমেল সিং। পুলিশ সূত্রে আরও খবর, হামলার আগে সে এবং তার এক সঙ্গী এলাকায় রেকি করেছিল। হোলির দিনে স্বর্ণমন্দিরে বড়সড়ো কোন হামলার চক্রান্ত কষে ছিল বলেই সন্দেহ করছে পুলিশ।