অবশেষে ভাগ্নির পক্ষে মুখ খুললেন পরিচালক রাজ চক্রবর্তী

Spread the love

রবিবার ঠাকুরপুকুর বাজারে আচমকা মদ্যপ পরিচালক ভিক্টোর গাড়ি ঢুকে পড়ে ঝড়ের গতিতে। পাঁচ থেকে ছয় জনকে ধাক্কা মেরে এক ব্যক্তিকে পিষে দিয়ে যায় ওই গাড়িটি।

ইতিমধ্যেই এই ঘটনার জেরে তোলপাড় টলিপাড়া। ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস এখন জেল হেফাজতে। সূত্র মারফত জানা গিয়েছে, পরিচালক ও তারকা রাজনৈতিক রাজ চক্রবর্তীর ভাগ্নির সঙ্গে অভিযুক্ত পরিচালক প্রেমের সম্পর্কে ছিলেন। যথারীতি তার প্রেমিকা হিসেবে রাজের ভাগ্নিকেও সমালোচিত হতে হচ্ছে।

যদিও ঘটনার দিন গাড়িতে উপস্থিত ছিলেন না রাজের ভাগ্নি। কিন্তু জল্পনা বাড়তেই এবার তাকে নিয়ে মুখ খুললেন পরিচালক রাজ চক্রবর্তী। রাজের গোধুলি আলাপ সিরিয়ালের পরিচালনার দায়িত্বে ছিলেন ভিক্টো। রাজের ভাগ্নি ও সেই প্রজেক্ট- এ যুক্ত ছিলেন। এরপরই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়।

জল্পনা জট পাকানোতেই সংবাদমাধ্যমের কাছে রাজ চক্রবর্তী জানালেন, “আমার ভাগ্নির বয়স ২১ বছর। ওই পরিচালকের সঙ্গে ওর সম্পর্ক ছিল। কিন্তু বাচ্চা মেয়েটি কি জানতো যে ভিক্টো মদ্যপ অবস্থায় এমন কাণ্ড ঘটাবে? সে যা করেছে তা ক্ষমার অযোগ্য। আইন অনুযায়ী যা শাস্তি হওয়া দরকার তাই যেন হয়”।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *