সোশ্যাল মিডিয়ায় মন্ত্রীদের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, সে প্রসঙ্গে সহমত ফিরহাদ হাকিম ।
মেদিনীপুরে এম কে ডি এ রিভিউ মিটিং সেরেছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠকে মেদিনীপুর এবং খড়গপুর এর উন্নয়নের বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। এছাড়াও যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলি যাতে দ্রুত কাটিয়ে মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের মাধ্যমে কাজগুলি দ্রুত সম্পন্ন করা যায় সেই বিষয়েও এই বৈঠকে আলোচনা করা হয়। পরে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। চাকরিহারা শিক্ষকদের প্রশ্নে তিনি চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখতে। এছাড়াও ওয়াকফ বিল পাস নিয়ম তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করেন। তিনি সাফ জানিয়ে দেন, এরাজ্যে ওয়াকফ আইন চালু হবে না।
এ রাজ্যে ওয়াকফ আইন চালু হবে না, সাফ জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম!
