সম্প্রতি হায়দ্রাবাদের জঙ্গলে শুরু হয়েছিল বুলডোজার চালানো। নগর উন্নয়নের স্বার্থে এই পদক্ষেপ। একমাত্র হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রুখে দাঁড়িয়েছিল। অবশ্য তাতে খুব একটা লাভ হয়নি।
আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বনের ভেতর থেকে ময়ূরদের চিৎকার স্থগিতাদেশের কারণ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোমবার হরিয়ানায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে হায়দ্রাবাদের প্রসঙ্গ টেনে আনেন। সেখানকার কংগ্রেস সরকারকে তোপ দেগে বলেন, “তেলেঙ্গনার মানুষকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গিয়েছে কংগ্রেস সরকার। বুলডোজার চালিয়ে অরণ্য ধ্বংসে ব্যস্ত তারা। পরিবেশের ক্ষতি করছে। পশু পাখিদের বিপদ ডেকে আনছে।”
সুপ্রিম কোর্টের রায়ে আপাতত হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নিশ্চিন্ত। তবে সকলেই এখন অপেক্ষায় কি উত্তর দেবে তেলেঙ্গানা সরকার।