গুজরাট টাইটানসের দাপটের সামনে টিকতেই পারল না রাহানের কেকেআর। গত ম্যাচে পাঞ্জাবের কাছে নাস্তানাবুদ হয়েছিল তারা। তাই এই ম্যাচে প্লে-অফে ওঠার জন্য অত্যন্ত জরুরি ছিল দুই পয়েন্ট। কিন্তু তা আর সম্ভব হলো না। প্রতিপক্ষ গুজরাট টাইটানস এর কাছে পরাজিত হলো ঘরের মাঠে কেকেআর।
এই হার লক্ষ্যে পৌঁছাতে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন করে দিল নাইট দের। কেকেআর অধিনায়ক রাহানে টসে জিতে বল করা সিদ্ধান্ত নেন। সে সময়ে রাহানে জানান, কেকেআর দলে সোমবারের ম্যাচে জোড়া বদল হয়েছে। কুইন্টন ডি কক – কে বসিয়ে নেওয়া হয়েছে গুরবাজকে। চলতি আইপিএলে এটাই ছিল তার প্রথম ম্যাচ। কিন্তু শুভমান গিলের গুজরাটের পিসের সামনে টিকতে পারলেন না তিনি। মাত্র ১ রানে আউট হয়ে যায় গুরবাজ। আরেক পরিবর্তন আনরিক নখিয়ার পরিবর্তে আনা হয় মঈন আলীকে। মাত্র ৩ ওভারে ২৭ রান দেন তিনি।কিন্তু তার ঝুলিও শূন্য থাকে।
ব্যাট করতে নেমে মন জয় করে নেন শুভমান গিল। ৯০ রান করেন মাত্র ৫৫ বলে। ইডেন গার্ডেন্স মনে রাখবে তার এই ইনিংস। অবশেষে হার স্বীকার করতে হয় রাহানের কেকেআরকে গুজরাটের কাছে।