প্রশ্নে ৩৭০ ধারা বিলোপ, প্রশ্নে ইন্টেলিজেন্স!

Spread the love

২০১৯ সালে ৩৭০ ধারা বাতিল। এরপর থেকে জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত। সেনা-পুলিশের এত নিরাপত্তা। এত কড়াকড়ি। তারপরেও এতবড় জঙ্গি হামলা হয় কীভাবে। এই হামলায় ইন্টেলিজেন্স ফেইলিয়র দেখছেন অবসরপ্রাপ্ত সেনা কর্তারা। মঙ্গলবার কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলা। ২০১৯ সাল থেকে কাশ্মীর কেন্দ্রশাসিত। ভয়মুক্ত কাশ্মীরের প্রচার বারবার চালানো হয়েছে। সেই কাশ্মীরে আবার আতঙ্ক।

এই হামলায় ইন্টেলিজেন্স ফেইলিয়র দেখছেন ভারতের প্রাক্তন সেনা প্রধান। এক অবসরপ্রাপ্ত সেনা প্রধানের দাবি, মোদী সরকারকে দেখতে হবে। কীভাবে হামলা। শুধু মুখে বললে তো হয় না। আগে থেকে দেখতে হয়। এটা ইন্টেলিজেন্সের ফেইলিয়র। হিসেব চোকাবো এসব বলে তো লাভ নেই। ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিল হয়। তারপর থেকে জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত। সারাক্ষণ সেখানে পুলিশ এবং সেনার পাহারা। তাহলে মঙ্গলবার ঘটনাস্থল পহেলগাঁওয়ে কেন নিরাপত্তা ছিল না। এত কড়াকড়িতে জঙ্গি ঢুকলো কীভাবে। গোয়েন্দাসূত্রে খবর,এপ্রিলের শুরুতে পহেলগাওঁয়ের একাধিক হোটেলে রেইকি চালিয়েছে জঙ্গিরা। এই খবর কেন ভারতীয় গোয়েন্দারা পেলেন না। রাহুল গান্ধী ট্যুইট করেছেন, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক, এই ফাঁপা দাবি না করে সরকারি যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের দাবি, ভারতকে এভাবে ভয় দেখানো যাবে না। খুব তাড়াতাড়ি কড়া জবাব দেওয়া হবে। এরপরই বুধবার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করে ভারত।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *