সন্ত্রাসের ধর্ম নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ আবার বিভেদের রাজনীতি করার চেষ্টা করছেন। পহেলগাঁওয়ে জঙ্গী হামলার পর “পলিটিক্যাল ইসলাম” শব্দটি নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়।এই তোলপাড়ের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন। বললেন, সন্ত্রাসের কোন ধর্ম হয় না। জাত হয় না। এরা সবাই অপরাধমনস্ক।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দেখতে বাইপাসের ধারে একটি হাসপাতালে যান বুধবার। পহেলগাঁও প্রসঙ্গে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, আজ মন্ত্রিসভার সাংবাদিক বৈঠকে শুরুতেই হামলার নিন্দা প্রস্তাব পাশ করা হয়। কি হয়েছে না হয়েছে সেটা পরে ভেবে দেখা যাবে। এখন সম্পূর্ণভাবে এই ঘটনার নিন্দা করছেন তিনি। মুখোমুখি মনে করেন এরা সকলেই জন্মগত অপরাধী বা born in criminal, এদের কোন ধর্ম হয়না, জাত হয় না। এদের ক্ষমাও করা যায় না।
পহেলগাঁও – এর মতো সেনসিটিভ এলাকায় সেনা কেন বুঝলো না তা নিয়ে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী। এত সময় কেন লেগে গেল সেটাই তিনি জানতে চাইছেন।