অশোকনগর থেকে উদ্ধার ৬ টি তাজা বোমা!

Spread the love

অশোকনগর থেকে উদ্ধার ৬ টি তাজা বোমা। বৃহস্পতিবার তা নিষ্ক্রিয় করলেন বোম স্কোয়াডের সদস্যরা।

অশোকনগর দীঘরা মালিকবেরিয়া গ্রাম পঞ্চায়েতের দীঘারা উত্তরপাড়া এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতভর গুলি ও বোমাবাজি চলেছে বলে অভিযোগ ওঠে।গুলিতে আহত হয়েছিলেন এক যুবক। এরপরে পুলিশ তদন্তে নেমে এই গুলি চালানো এবং বোমাবাজির ঘটনায় প্রথমে ৫ জন পরে আরও ২ জন সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দীঘরা মালিকবেরিয়া এলাকা থেকে ৬ টি তাজা বোমা উদ্ধার করে।আজ বিকেলে সিআইডির বোম স্কোয়াডের সদস্যদের সঙ্গে নিয়ে অশোকনগর দীঘরা মালিকবেরিয়া গ্রাম পঞ্চায়েতের ডিপটি কল মোর এলাকায় উদ্ধার করার ৬ টি তাজা বোমা নিষ্ক্রিয় করা হয়।ঘটনাস্থলে ছিল অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী এবং সতর্কতামূলক হিসাবে রাখা হয়েছিল ফায়ার ব্রিগেডের গাড়ি এবং মেডিকেল টিম।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *