লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন জানালেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দীর্ঘ ১৪ বছরের কেরিয়ারে অসংখ্য ভক্ত পেয়েছেন বিরাট। স্বভাবতই কোহলির এই অবসর ঘোষণায় বেশ কিছুটা নিরাশ ভক্তগণ। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটিরাও দুঃখ প্রকাশ করেছেন। সবাই যখন বিরাট প্রশংসায় পঞ্চমুখ , সেই সময় স্বামীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ অভিনেত্রী অনুষ্কা শর্মা।

সোশ্যাল মিডিয়ায় নিজের ইনস্টাগ্রাম একাউন্টে অনুষ্কা পুরনো একটি ছবি ভাগ করে নিয়েছেন। লাগাতার খারাপ পারফরমেন্সের জন্য কটাক্ষের শিকার হতে হয়েছিল বিরাটকে। মিসেস কোহলি ইনস্টাগ্রামে লিখেছেন, সকলে হয়তো তার রেকর্ড , মাইলস্টোন নিয়ে কথা বলবে। কিন্তু তিনি মনে রাখবেন কান্নার দিনগুলি। যা বিরাট কখনো প্রকাশ্যে আসতে দেয়নি। প্রত্যেকের টেস্ট সিরিজের পর একটু বেশি জ্ঞানী ও একটু বেশি বিনম্র হয়ে ফিরে এসেছে বিরাট। বিরাটের এই বিরাট পরিবর্তন নিজের চোখে দেখার সৌভাগ্য হয়েছিল অনুষ্কার।