মগড়ায় গ্রেফতারভারত পাকিস্তান সংঘর্ষের আবহে দেশ বিরোধী বক্তব্য সামাজিক মাধ্যমে বলা লেখা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে।তারপরেও দেশবিরোধী বক্তব্য সমাজ মাধ্যমে পোস্ট করে গ্রেফতারের ঘটনা ঘটেছে।হুগলির বলাগর পান্ডুয়ায় দুইজন এর আগে গ্রেফতার হয়েছেন।এবার মগড়া থানা গ্রেফতার করল মহঃ ওয়াকিল নামে এক যুবককে।বাঁশবেড়িয়া কলবাজারে বাড়ি ওয়াকিলের।শাসক দলের নেতা নেত্রীদের সঙ্গে তার ছবি রয়েছে একাধিক।তার ফেসবুকে রাফাল নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ।গতকাল মগড়া থানায় বিজেপি কর্মি দেবজিৎ মুখোপাধ্যায় অভিযোগ দায়ের করেন।তারপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।আজ তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়।
দেশ বিরোধী পোস্ট!
