Mumbai: Unlucky-13! মুম্বইয়ে শুরু তদন্ত

Spread the love

 

মুম্বইয়ে নৌকাডুবির ঘটনায় অভ্যন্তরীণ তদন্তকারী দল গঠন করল ভারতীয় সেনা। বুধবারই যাত্রিবাহী লঞ্চে ধাক্কা মারে নৌসেনার একটি স্পিডবোট। দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। রয়েছেন নৌসেনার কর্মীও। বেশির ভাগ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও কয়েকজনের খোঁজ পাওয়া যায়নি। নৌসেনার স্পিডবোটের ধাক্কায় লঞ্চডুবির ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন উঠতে থাকে— কী ভাবে এই দুর্ঘটনা ঘটল? প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার একটি অভ্যন্তরীণ তদন্তকারী দল গঠন করেছে নৌসেনা। এক বিবৃতিতে বাহিনীর তরফে জানানো হয়েছে, কী কারণে দুর্ঘটনা হয়েছে তা খতিয়ে দেখার জন্য এই অভ্যন্তরীণ তদন্তকারী দল।

মোট ১১৩ জনের মধ্যে মধ্যে ৯৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাঁদের মধ্যে দু’জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে। ১৮ ডিসেম্বরই মৃত্যু হয়েছে ১৩ জনের। নৌসেনার ওই স্পিডবোটে ছ’জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে দু’জন জীবিত উদ্ধার হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

ছবি সৌ: সামাজিক মাধ্যম

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবারের জন্য ৫০ হাজার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

ছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *