বছরের শেষের ‘মন কী বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন এবারের পূর্ণকুম্ভে বেশ কিছু ডিজিটাল সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে পুণ্যার্থীদের জন্য। বেশকিছু কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে প্রশাসন। নরেন্দ্র মোদীর জানান এবারের কুম্ভ মেলায় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রযুক্তি সমৃদ্ধ ক্যামেরা ব্যবহার করা হবে নজরদারি চালানোর জন্য কেউ মেলায় হারিয়ে গেলে সেই ক্যামেরার মাধ্যমে তাকে খুঁজে বার করা যাবে।
এবারের দেশবাসীর ডিজিটাল মহকুম্ভ সাক্ষী থাকবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি চ্যাট বক্সের ব্যবস্থাও করেছেন প্রশাসন যেখানে প্রয়োজনীয় কোন বিষয়ে প্রশ্ন মেসেজ আকারে পাঠালে স্বয়ংক্রিয়ভাবে উত্তর চলে আসবে।।
উত্তর প্রদেশের প্রয়াগরা যে প্রায় ১২ বছর পর ফের পূর্ব কুম্ভ মেলা বসতে চলেছে । ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই মেলা। তার জন্য ইতিমধ্যে এই প্রস্তুতি শুরু করেছে উত্তর প্রদেশ সরকার। পুণ্যার্থীদের জন্য ‘ডিজিটাল নেভিগেশন’ ব্যবস্থা রাখা হবে মেলার প্রাঙ্গণের কোথায় কি রয়েছে। এর সাহায্যে কোন ঘাট কোন দিকে বা কোন মন্দির কোন দিকে অথবা কোন সন্ন্যাসীর আখড়া রয়েছে তা সহজেই জানতে পারবে পুণ্যার্থীরা।