রবিবার রাজস্থান রয়্যালসকে হারিয়ে এর দিকে আরও এক ধাপ এগিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৭৪ রানের লক্ষ্য তারা ১ উইকেট হারিয়েই তুলে নেয়। সল্ট ৬৫ রানের ইনিংস খেলে মাত্র ৩৩ বলে। এরপর বাকি ম্যাচ এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি। নতুন নজির গড়লেন তিনি।
সল্ট আউট হওয়ার পর ম্যাচ শেষ করার দায়িত্ব নিজের কাঁধে নেন বিরাট কোহলি। ৪৫ বলে অপরাজিত থেকে ৬২ রানের ইনিংস খেলেন তিনি। হাফ সেঞ্চুরি করেন মাত্র ৩৯ বলে। কোহলির সঙ্গে ছিলেন দেবদত্ত পাড়িক্কল। মাত্র ২৮ বলে তিনি ৪০ রান করে অপরাজিত থাকেন। এই জয়ের পর পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে উঠে আসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
রাজস্থানের ইনিংস এগিয়ে নিয়ে যান যশস্বী জয়সওয়াল। ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলেন মাত্র ৪৭ বলে। যদিও তার ফর্ম নিয়ে বেশ কিছুদিন ধরে প্রশ্ন উঠছিল, তবে আজকের ম্যাচে তার এই রান সব সমালোচনার মুখ করলেও শেষ রক্ষা হলো না।