কান্নার রোল। অভিশপ্ত উত্তরপ্রদেশের ঝাঁসি। মহারাণী লক্ষ্মী বাই মেডিক্যাল করেছে অগ্নিকাণ্ড। সদ্যোজাতকে স্তন্যপান করাতে করাতে পুড়েছে মহিলার পা। সেই অবস্থায় ছুটে বেরিয়ে আসেন তিনি। মর্মান্তিক কাণ্ড যোগীরাজ্যে।
ঝলসে এক দলা হয়ে হাসপাতালের বিছানায় পড়ে রয়েছে ১০ সদ্যোজাত। পুড়ে মৃত্যু হয়েছে তাদের। মাটি আঁচড়ে কাঁদছেন বাবা মায়েরা। অগ্নিনির্বাপক ব্যবস্থা ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডক্টর এন এস সেনগর। ঘটনা শুনতেই পৌঁছে গিয়েছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। NICU বিভাগে থাকা ৩৯ জন শিশুকে উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি ১০ সদ্যোজাতকে। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। ৭ দিনের মধ্যে দিতে হবে রিপোর্ট।
খুব স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় উত্তরপ্রদেশ নিয়ে। সন্তানহারা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত শিশুদের পরিবারকে ২ লক্ষ করে সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর।