SONIA GANDHI: পরনে ওয়েনাড়ের পোশাক, সংসদে গান্ধী দাপট

Spread the love

কলকাতা: পরনে ওয়েনাড়ের স্থানীয় পোশাক। লক্ষ্মীবারে লোকসভায় পা দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের নব্য সাংসদের গাড়ি রফি মার্গে পৌঁছতেই হইহই। উত্তেজনা কংগ্রেস নেতৃত্বের মধ্যে। দাদা রাহুল গান্ধীর রেকর্ড ভেঙে ওয়েনাড়ে জয়ী রাজীব-তনয়া। সংসদের সিঁড়িতে দাঁড়িয়ে গর্বিত দাদা রাহুল। ফোনে নিজেই তুলে দিলেন সাংসদ বোনের ছবি।

রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী। লোকসভায় প্রবেশ রাহুল, প্রিয়াঙ্কার। এবার তিন গান্ধীর দাপট সংসদে। গান্ধী পরিবারের হাতে কি I.N.D.I.A জোটের জাদুকাঠি? ইতিমধ্যেই ইন্ডি জোটের অবস্থান নিয়ে বৈঠক সেরেছেন রাহুল। হইচইয়ে মুলতুবি হয়েছে অধিবেশন। রজনিতিতে প্রিয়াঙ্কার অভিষেকের পর রেকর্ড জয়ে ডিরেক্ট সংসদে। বৃহস্পতিবার সংবিধানের প্রতীকী হাতে প্রিয়াঙ্কার শপথ গ্রহণের পর তাঁর ভাষণের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *