কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করেন এখনো সম্ভব যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই করা। তিনি আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে কমিটি গঠনের প্রয়োজনীয়তা আছে বলে তিনি মনে করেন।
গত বৃহস্পতিবার সুপ্রিম রায়ের প্রায় 26 হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের চাকরি বাতিল হওয়ায় রাজ্য রাজনীতি উত্তাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষারোপ করেছেন বাম ও বিজেপি দুই বিরোধী দলকে। শুধু তাই নয় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেও নিশানা করেন তিনি। বলেন, “কে এক আছেন বিচারপতি ডাঙ্গুলি না গাঙ্গুলি, উনি প্রথম চাকরি বাতিলের কথা বলেন। এখন তো আবার বিজেপিতে মনে হয়।”
এবার মুখ্যমন্ত্রীকে বেশ কিছু উপদেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “এখনো যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই সম্ভব। মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি একটা কমিটি গঠন করুন।” প্রসঙ্গত তিনি আরো বলেন, “এই কমিটির মাথায় চেয়ারম্যান থাকবেন শিক্ষা মন্ত্রী, অ্যাডভোকেট জেনারেল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, ফিরদৌস শামীম , এছাড়া যে কোনো ব্যক্তি যিনি গোটা ঘটনার সঙ্গে জড়িত তিনি থাকতে পারেন।” অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মনে করেন সবাই মিলে কমিটি গঠন করে কাজ করলে যোগ্যরা বাঁচবে।