তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার ভোটার তালিকা সংক্রান্ত বৈঠকে নেতাদের সতর্ক করে দিলেন জালিয়াতির কথা উল্লেখ করে। অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করে নানা রকম প্রলোভন দেখানো হচ্ছে এবং তোলাবাজির চেষ্টাও করা হচ্ছে। এছাড়াও আইপ্যাক এর নামেও বেশ কিছু অভিযোগ উঠেছে বলে খোদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন।
নেতাদের সতর্ক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দিলেন। সাফ সাফ জানিয়ে দিলেন কেউ কোন অভিযোগ পেলে যেন অভিযোগ জানিয়ে দেন এই নম্বরে।
তৃণমূলের প্রায় সাড়ে চার হাজার নেতাকর্মী শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন। বৈঠকের বিষয় ছিল ভোটার তালিকায় কারচুপি মোকাবিলা সংক্রান্ত। সেখানে আইপ্যাকের নাম করে তোলাবাজির অভিযোগ নিয়ে সতর্ক করেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার অফিসের নাম করে এবং আইপ্যাকের নাম করে অনেকেই ফোন করে বলছে প্রেসিডেন্ট করে দেবো বা ব্লকের দায়িত্ব দিয়ে দেব। এমন অভিযোগ তিনি প্রায়ই পাচ্ছেন। অনেকেই এর আগে গ্রেফতার হয়েছে।
সকলকে সতর্ক করতে ৮১৪২৬৮১৪২৭ ফোন নাম্বার তিনি দিয়ে রেখেছেন। কেউ যদি এরকম ফোন পান অবশ্যই যেন এই নম্বরে ভেরিফাই করে নেন বলে সতর্ক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।