বাগদান সারলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। পাত্র বলিউডের চিত্রনাট্যকার সুমিত আরোরা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই জানালেন সেই খবর।

ঋতাভরী চক্রবর্তী একসময় চিকিৎসক তথাগত-র সঙ্গে সম্পর্কে ছিলেন।যদিও সেই সম্পর্ক এখন অতীত। প্রায় বছরখানেক ধরে প্রেম করছেন বলিউডের চিত্রনাট্যকার সুমিত আরোরার সঙ্গে।
এবার নিজেই বাগদান পর্ব ঘোষণা করলেন ঋতাভরী চক্রবর্তী। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লিখেছেন, “সারা জীবন একে অপরকে বিরক্ত করা ও ভালোবাসার পরিকল্পনা করেছি আমরা। আমি ও আমার মিস্টার রাইট।”

সুমিত ও ঋতাভরীর আল াপ হিন্দি ছবি “পরী”র সেটে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ডাক্তার তথাগতর সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে থেকেই সুমিতার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু সম্পর্ক ভেঙে যায়। পুনরায় সম্পর্ক জোড়া লাগার পর একসাথে থাকার জন্য আরও একধাপ এগোলেন ঋতাভরী ও সুমিত।