বিভাজনের রাজনীতির কারণেই বহরমপুরে পরাজয়, মুর্শিদাবাদ প্রসঙ্গে ফুঁসে উঠলেন অধীর

Spread the love

অধীর রঞ্জন চৌধুরী। অনেকে বলেন, এখনও নাকি নামটা লিখতে গেলে প্রদেশ কংগ্রেস সভপতি কথাটা চলে আসে। আসবে না-ই বা কেন? কংগ্রেসের টিকিটে মুর্শিদাবাদ থেকে একটানা ৫ বারের সাংসদ। ২০২৪ লোকসভা নির্বাচনে পরাজয়। তাও কার কাছে? প্রথমবার রাজনীতিতে পা দিয়ে, ভোটে লড়া খেলোয়াড় – তৃণমূল প্রার্থী ইউসূফ খানের কাছে। পরাজয়ের শুরুতেই এি নেপথ্যে সাম্প্রদায়িক রাজনীতিকে দায়ি করেছিলেন অধীর। সেই কথা ফিরে এলো বছর ঘোরার পরও।

মুর্শিদাবাদ উত্তেজিত। অগ্নিগর্ভ। এই নিয়ে অধীরও মুখ খুলেছেন। অধীরের দাবি, এটা বিভাজনের রাজনীতি। এই রাজনীতিতে কার লাভ হয়? তৃণমূল এবং বিজেপির লাভ হয়। আর বিপদে পরে কংগ্রেসের মতো ধর্মনিরপেক্ষ উদারপন্থী দলগুলো। তার ফল ভুগেছি। গতবার হেরেছি। হিন্দু মুসলমানকে টানাটানির লড়াইয়ে আমরা বিপদে পড়েছি। সমাজ বিষাক্ত হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ বাংলা থেকে বাইরে কাজে যান। তাঁরা মুর্শিদাবাদ থেকে গিয়েছেন শুনলে এরপর বাইরে কাজ পাবেন না। আশঙ্কা প্রকাশ অধীরের।
মঙ্গলবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে দুর্গতদের বাড়িতে যান প্রাক্তন সাংসদ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *