এয়ার ইন্ডিয়া বিমানে দুর্ঘটনা: ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, ক্ষতিপূরণ পেতে বাধ্য করা হচ্ছে ব্যক্তিগত আর্থিক তথ্য জমা দিতে

Spread the love

এয়ার ইন্ডিয়া বিমানের অ্যামদাবাদ দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলি অভিযোগ করেছে, ক্ষতিপূরণ পেতে তাদের জোর করে আর্থিক তথ্য জমা দিতে বাধ্য করা হচ্ছে। যুক্তরাজ্যের আইন সংস্থা স্টুয়ার্টস জানিয়েছে, প্রায় ৪০টি পরিবারকে গরমের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে জটিল ফর্ম পূরণ করানো হয়েছে। এসব ফর্মে পরিবারের আর্থিক নির্ভরতা, আয়ের তথ্যসহ নানা বিবরণ চাওয়া হয়েছে। আইনজীবীদের মতে, এই তথ্যগুলো ভবিষ্যতে ক্ষতিপূরণের পরিমাণ কমিয়ে দিতে পারে।

এদিকে, এয়ার ইন্ডিয়া অভিযোগ অস্বীকার করে বলেছে, কোনো পরিবারকে জোর করা হয়নি। ফর্মের উদ্দেশ্য ছিল কেবল উপযুক্ত উত্তরাধিকারীদের চিহ্নিত করা এবং প্রক্রিয়া স্বচ্ছ রাখা। চাইলে ইমেলেও ফর্ম পাঠানোর সুযোগ ছিল। সংস্থার দাবি, ৪৭টি পরিবারকে ইতিমধ্যে ২৫ লাখ টাকা করে প্রাথমিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং আরও ৫৫টি পরিবারের ফাইল প্রক্রিয়াধীন। টাটা গোষ্ঠীও প্রতি পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ এবং মোট ৫০০ কোটি টাকার একটি ট্রাস্ট গঠন করেছে।

স্টুয়ার্টস আইন সংস্থার মতে, এখনই এসব ফর্মে সই করা মানে ভবিষ্যতে আন্তর্জাতিক আইন অনুযায়ী উচ্চতর ক্ষতিপূরণ দাবি করার সুযোগ হারিয়ে ফেলা। বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের সম্ভাবনা বাড়ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *