দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া বিমানের ব্ল্যাক বক্স থেকে ডেটা উদ্ধার, তদন্তে বড় অগ্রগতি

Spread the love

অবশেষে উদ্ধার করা গেল এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্সের সমস্ত তথ্য। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিমানের ব্ল্যাক বক্স থেকে ডেটা ডাউনলোডের কাজ শেষ। এখন সেই সমস্ত তথ্য বিশ্লেষণের প্রক্রিয়া চলছে দিল্লিতে। বিমানের ব্ল্যাক বক্সে থাকা ককপিট ভয়েস রেকর্ডার (CVR) ও ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR) থেকে পাওয়া যাবতীয় রেকর্ড এখন পরীক্ষাধীন।

গত ১২ জুন, আহমেদাবাদে দুর্ঘটনায় পড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। ঘটনার পরই তদন্তে নামে AAIB। ১৩ জুন ককপিট ভয়েস রেকর্ডার এবং ১৬ জুন ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করা হয়। এরপর ২৪ জুন ব্ল্যাক বক্সের মেমরি মডিউল ঢাকঢোল পিটিয়ে দিল্লিতে নিয়ে আসা হয়। কেন্দ্র জানিয়েছে, ২৫ জুন থেকে ডেটা বিশ্লেষণের কাজ শুরু হয়েছে।

তদন্তে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের সংস্থা NTSB ও GE-এর বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। বিমানের টেকনিক্যাল ত্রুটি, পাইলটের সিদ্ধান্ত, আবহাওয়া—সবই খতিয়ে দেখা হচ্ছে। AAIB জানিয়েছে, তদন্তের প্রাথমিক রিপোর্ট ৩০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।

তবে এই তদন্তকে ঘিরে বিতর্কও রয়েছে। একাধিক আন্তর্জাতিক সংস্থা, এমনকি ICAO-র প্রতিনিধি তদন্তে যোগ দিতে চাইলেও ভারত সরকার তাতে আপত্তি জানিয়েছে বলে জানা গিয়েছে। তবুও AAIB-এর দাবি, স্বচ্ছতার সঙ্গে তদন্ত চলবে এবং সত্য উদ্ঘাটন করা হবে। এখন অপেক্ষা শুধুই রিপোর্ট প্রকাশের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *