অনীক এবং অনীশ, একই নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকের নবম স্থান অধিকারী রামকৃষ্ণ মিশনের দুই যমজ ভাই

Spread the love

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র, অনীশ বারুই ও ও তার ভাই অনীক বারুই।

এদের জন্মের ব্যবধান ২৫ মিনিট। মাধ্যমিকে ৬৮৯ নম্বর পেয়ে চতুর্থ হয়েছিল অনীশ। তার থেকে মাত্র ২ নম্বর কম পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছিল অনীক। উচ্চমাধ্যমিকেও তাদের জুড়ি মেলা ভার। মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকের সাফল্য এল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকেই। এবার দুই ভাই উচ্চমাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করেছে। আমাদের প্রাপ্ত নম্বর ৪৮৯, তাই ৯৭.৮%। অনীক এবং অনীশের বাবা-মা পেশায় স্কুল শিক্ষক-শিক্ষিকা। তাদের বাড়ি বাঁকুড়ায়। দুই ভাইকে দেখতে একেবারে হুবহু এক। তফাৎ শুধু একজনের থুঁতনিতে তিল। এছাড়াও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে রফিত রানা এবং অদ্রিচ গুপ্ত দুজনেই ৪৯০ নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে উচ্চ মাধ্যমিকে। বাংলায় এমন উদাহরণ অনেক আছে। ১৯৬০ সালে স্কুল ফাইনাল পরীক্ষায় একই নম্বর পেয়েছিলেন ইতিহাসের অধ্যাপক অতীশ দাশগুপ্ত এবং তার জমজ ভাই রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *