মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে নতুন জল্পনার সূত্রপাত। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের প্রকাশ্য আমন্ত্রণের পরদিনই মুখোমুখি বৈঠক করলেন উদ্ধব ঠাকরে। বুধবার বিধান পরিষদ কক্ষে প্রায় ২০ মিনিট ধরে এই বৈঠক হয়। উদ্ধবের সঙ্গে ছিলেন তাঁর ছেলে আদিত্য ঠাকরেও।
মঙ্গলবার ফড়নবীস এক অনুষ্ঠানে ঠাট্টার ছলে বলেন, “২০২৯ সাল পর্যন্ত বিরোধী দলে বসার কোনও সুযোগ নেই আমাদের। উদ্ধবজিকে বলব, আপনি চাইলে এখানে আসতে পারেন।” এই মন্তব্যকে শুরুতে হাস্যরস হিসেবেই ধরা হলেও, বুধবারের বৈঠক সেই বক্তব্যকে নতুন মাত্রা দেয়।
উদ্ধব ঠাকরের সঙ্গে বিজেপির সম্পর্ক ২০২২ সালে মহা বিভাজনের পর থেকেই তিক্ত। তিনি নিজের দল শিবসেনা (UBT)-কে কংগ্রেস ও এনসিপি-র সঙ্গে জোটে রেখে মহা বিকাশ আঘাড়ি গঠন করেন। অন্যদিকে, একনাথ শিন্ডের নেতৃত্বে অন্য অংশ বিজেপির সঙ্গে ক্ষমতায় ফেরে।
তবে সাম্প্রতিক সময়ে উদ্ধব ও রাজ ঠাকরে একসঙ্গে মারাঠি ভাষার পক্ষে একযোগে বক্তৃতা দিয়েছেন। সেই প্রসঙ্গে রাজনৈতিক মহলের ধারণা, ভবিষ্যতের জোট রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে।
উদ্ধব-ফড়নবীস বৈঠক এই মুহূর্তে নিছক সৌজন্যমূলক হলেও, মহারাষ্ট্রের রাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করছেন অনেকে। এখন দেখার, এই বৈঠক কোনো বড় রাজনৈতিক রূপ নেয় কিনা।