ব্রিটিশ সরকারের ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ একটি কালো দাগ। সেই কালো দাগ মুছতেই সরকারিভাবে ভারত সরকারের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করে বৃটেনের বিরোধী দলের সংসদ বব ব্ল্যাকম্যান।
ব্ল্যাকম্যান বৃহস্পতিবার হাউজ অফ কমেন্সে ভাষণ দিতে গিয়ে বলেন, ১৩ই এপ্রিল ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগে বহু মানুষ একত্রিত হয়েছিল। আর সেই সময়ে ব্রিটিশ কর্তা জেনারেল ডায়ার নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন। দেড় হাজার লোক মারা যায়। ১০০০ থেকে ১২০০ লোক আহত হন। সবমিলিয়ে এটি একটি অভিশাপ ব্রিটেনের কাছে।
ব্ল্যাকম্যান মনে করেন, ১০০ বছর আগের সেই হত্যাকাণ্ডের জন্য ব্রিটেন আজও লজ্জিত।