অধিনায়ক হিসেবে দুর্দান্ত সূচনা শুভমন গিলের। নেতৃত্বের ভার কাঁধে নিয়েই যেন ব্যাট হাতে নতুন এক দায়িত্ব নিয়ে মাঠে নামলেন তিনি। শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের উপর চড়াও হন গিল। চোখধাঁধানো স্ট্রোকপ্লেতে শতরান পূর্ণ করে বুঝিয়ে দিলেন—নেতৃত্ব মানেই শুধু সিদ্ধান্ত নেওয়া নয়, সামনে থেকে দলকে পথ দেখানোও।
ইংরেজ বোলারদের কোনো জায়গা দেননি তরুণ এই ব্যাটার। পুল, ড্রাইভ, কাট—সব ধরনের শটেই ছিল আত্মবিশ্বাসের ছাপ। মাঠের একপ্রান্তে দাঁড়িয়ে পুরো ইনিংসের গতি নির্ধারণ করেন গিল।
এই শতরান শুধু তাঁর ব্যাটিং কেরিয়ারের নয়, অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ বার্তা। ভারতীয় দলের ভরসা হয়ে উঠছেন ধীরে ধীরে।
ক্রিকেটবিশেষজ্ঞদের মতে, এই ইনিংস অধিনায়ক গিলের আত্মবিশ্বাস বাড়াবে বহু গুণ। সামনে লম্বা সফর, তবে এমন শুরু দলের মনোবল বাড়াবে নিঃসন্দেহে।