
Kasba Law College কাণ্ড: ঘটনার ঠিক পরের দিন কাকে ফোন করেছিলেন মনোজিৎ? কল ডিটেলসে মিলল বিস্ফোরক তথ্য!
কসবা ল’ কলেজে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনার পর দিনই ফোন করেছিলেন মনোজিৎ! এবার সেই ফোনকল ঘিরেই তৈরি হল নতুন ধোঁয়াশা। তদন্তকারী সংস্থার হাতে এসেছে মনোজিতের মোবাইলের কল ডিটেলস রেকর্ড (CDR)। আর সেখানেই মিলেছে একাধিক সন্দেহজনক নম্বর— যার একটির সঙ্গে ঘটনার পরপরই বেশ কয়েক বার কথোপকথনের প্রমাণ মিলেছে। সূত্রের দাবি, ওই নম্বরটি এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব…