
গোসাবা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী গ্রেফতার
দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা থানার অন্তর্গত বালি ১ নং গ্রাম পঞ্চায়েতের আমলামেথি থেকে রমেশ গায়েন নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে গোসোবা থানা পুলিশ ।ধৃতের কাছ থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করেছে গোসাবা থানা পুলিশ । পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে গোসাবা থানার পুলিশ রমেশ গায়েন নামে এক দুষ্কৃতিকে আমলামেথি থেকে গ্রেফতার করা হয়েছে…