লন্ডন যাত্রার আগে শনিবার কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলার স্টলে মা দুর্গার মূর্তিতে টিপ পরালেন।
মুখ্যমন্ত্রী বিমানবন্দরে ভেতরে প্রবেশ করার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। জানিয়েছেন তিনি ৫/৬ দিন থাকছেন না। কারো কোন অসুবিধা হলে তারা অবশ্যই দেখবেন। সবাই সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন।

শনিবার সন্ধ্যের সাড়ে ছটা নাগাদ বিমানবন্দরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। দুবাই হয়ে তিনি লন্ডনে যাবেন। বিমানে ওঠার আগে বিশ্ব বাংলা স্টল ঘুরে দেখেন তিনি। বিমানবন্দরের বিশ্ববাংলার স্টলের কাজকর্ম প্রত্যেকবারই বিদেশ সফরের আগে মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন এবং কেনাকাটাও করেন। হাতের তৈরি সমস্ত কাজ ঘুরে ঘুরে দেখেন। সেখানেই টিপ পরান মা দুর্গার মূর্তিতে। সঙ্গী সাথীদের সঙ্গে ছবিও তোলেন।