মুখ্যমন্ত্রীর আর্জি কলকাতা থেকে লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালু করার

Spread the love

সোমবার লন্ডন হাইকমিশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানিয়েছিলেন লন্ডন থেকে কলকাতা পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালু করার। সেই একই আর্জি তিনি মঙ্গলবার বণিক সভাতেও জানালেন।

মুখ্যমন্ত্রী তার আর্জিতে জানিয়েছেন, সরাসরি কলকাতা লন্ডন বিমান পরিষেবা চালু করতে হবে। ব্রিটিশ এয়ারওয়েজকেও তিনি অনুরোধ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানান যারা প্রথমে আসবেন, তাদের তিনি জ্বালানিতে ছাড় দেবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সরাসরি কলকাতা থেকে লন্ডন বিমান পরিষেবা চালু হলে একটা সিটও খালি থাকবে না। অন্ডালে ইতিমধ্যেই green airport চালু হয়েছে।

বাম আমলে সরাসরি বিমান পরিষেবা চালু ছিল। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার আগেই সেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এই পরিষেবা চালু হলে ভালো ব্যবসা হবে এবং তৃণমূল সরকার জ্বালানিতেও ছাড় দেবে‌ এমনটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *