চাকরি হারাদের জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দুষছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬০০০ শিক্ষক। এবার এই চাকরি হারাদের জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দুষছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সুপ্রিম রায় আসার পর বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “বিকাশ বাবু কেস করেছিলেন, আর তার জন্যই এতগুলো চাকরি গেল। উনি তো বিশ্বের বৃহত্তম আইনজীবী।” কৌতুক করে কটাক্ষ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। কেন যে তিনি এখনো নোবেল পুরস্কার পাচ্ছেন না সেটাই মুখ্যমন্ত্রীকে ভাবাচ্ছে। দরকার হলে উনিই রেকমেন্ড করবেন।

শিক্ষা ক্ষেত্রে রাজ্যে একাধিক শূন্য পদ রয়েছে। নবান্ন সেই পদগুলিতে নিয়োগও করতে চাইছে। কিন্তু বিভিন্ন রকম মামলায় বারবার সেই নিয়োগ আটকে যাচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তির উত্তরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, আইনি সওয়াল করা তার কাজ। তিনি সেই দায়িত্বই পালন করেছেন এবং আদালত তা গ্রহণ করেছে। রাজ্য সরকার লক্ষ্যভ্রষ্ট। সমস্ত দায় রাজ্য সরকারেরই নেওয়া উচিত।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *