শিক্ষাও যেন হার মানছে জালিয়াতির কাছে। দিল্লির অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়র এবার প্রতারণার ফাঁদে। খোয়ালেন ১০ কোটি টারা।
পুলিশ সূত্রে খবর, বিদেশ থেকে প্রতারণা করা হয়েছে বৃদ্ধ অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়রকে। অভিযুক্তের সহযোগী ভারতে থেকেই যাবতীয় তথ্য জোগাড় করেছেন।
বৃদ্ধের দাবি, তাইওয়ান থেকে তার নামে নিষিদ্ধ মাদক মুম্বই বিমানবন্দরে আটকে। এমনই টোপ দেওয়া হয় তাকে। এরপর ভিডিও কলে প্রায় ৮ ঘণ্টা বসিয়ে রাখা হয় তাকে। ডিজিট্যালি গ্রেফতার করা হয়েছে জানিয়ে ১০ কোটি ৩০ লক্ষ টাকা আদায় করা হয় বলে দাবি। এরপরই থানার দ্বারস্থ পরিবার। পুলিসি তদন্তে নির্ভর করছে সবকিছু।