কলকাতা: ‘ভারত আছে, তাই বাংলাদেশ আছে। আমরা সীমান্ত বন্ধ করলে ওরা আলু, পেঁয়াজ, চাল, ডাল কাপড় পাবে না।’ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চলা অত্যাচারের অভিযোগে আগেই কড়া বার্তা দিয়েছে ভারত। সংখ্যালঘু সুরক্ষা নিশ্চিত করতে হবে উপদেষ্টা সরকারকেই, সাফ জানিয়েছে বিদেশমন্ত্রক। আর এবার মুখ খুললেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।
‘ভারত আছে, তাই বাংলাদেশ আছে। আমরা সীমান্ত বন্ধ করলে ওরা আলু, পেঁয়াজ, চাল, ডাল কাপড় পাবে না। নরকে যেতে হবে বাংলাদেশকে। আদিম অবস্থায় ফিরতে হবে ওদের।’ পাশাপাশি শেখ হাসিনার কথাও উঠে এসেছে দিলীপের মুখে। এককথায় সংখ্যালঘু সুরক্ষায় প্রাক্তন বাংলাদেশ সরকারকে সমর্থন করেছেন দিলীপ। তাঁর কথায়, ‘শেখ হাসিনা ১৫ বছরে বাংলাদেশটাকে মানুষ করেছিলেন। সংখ্যালঘুরা তাঁকে ভরসা করতেন। হিন্দুরা সুরক্ষিত ছিল’